স্টাফ রিপোর্টার।। ঢাকা থেকে গোপালগঞ্জ গামী কমফোর্ট লাইন পরিবহণ একটি যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে পরে ৮ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
২৪ আগষ্ট-১৯ শনিবার দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর ধুলদী রেল গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পথচারিরা বলেন, মহাসড়কে অটোরিকশার কারণে এ দুর্ঘটনা ঘটছে। ব্রিজটির রেলিংয়ে ছিল বাঁশ দিয়ে তৈরি এবং কিছু অংশে লোহার রেলিং রয়েছে।
ফরিদপুরের ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার উদ্ধার কাজ চলছে। পরে বিস্তারিত জানাবো।
শনিবার দুপুরে কমফোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। বাসটি সদর উপজেলার ধুলদি এলাকায় পৌঁছালে ব্রিজের উপর একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। আর এতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের নিচে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আলীমুজ্জামান জানান,ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতেই বাসটি ব্রিজের নিচের খাদে পড়লে এ হাতাহতের ঘটনা ঘটে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।