স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর থেকে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মন্ডল (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ২৩শে আগষ্ট-১৯ শুক্রবার দিবাগত গভীর রাতে ইউনিয়নের দয়ালনগর এলাকা থেকে সবুজকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ মন্ডল মিজানপুর ইউনিয়নর দয়ালনগর এলাকার করিম মন্ডলের ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই আতাউর রহমান জানান, তার নের্তৃত্বে থানার এএসআই জালাল ও জামালসহ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে সবুজ মন্ডলের বসতবাড়ীর ঘরের একটি টিফিন বক্সের মধ্যে থেকে ১৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে থানায় পূর্বের একটি মামলা রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।