আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর র‌্যাব কতৃক বালিয়াকান্দি হতে ইয়াবাসহ আটক-১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ ,২৩ আগস্ট, ২০১৯ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ণ ,২৫ আগস্ট, ২০১৯
ফরিদপুর র‌্যাব কতৃক বালিয়াকান্দি হতে ইয়াবাসহ আটক-১

স্টাফ রিপোর্টার।। ১৮৩পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়য়ী মোঃ কাওছার মন্ডল (১৯)কে আটক করেছে র‌্যাব-৮ সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জনতার মেইলকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২২শে আগষ্ট-১৯ বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের জনৈক মোঃ শহিদুল ইসলামের কলাক্ষেত সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ কুদ্দুস মন্ডলের ছেলে।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা সহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রিয় করে থাকে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্ত করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা প্রক্রিয়াধীন আছে।

Comments

comments