উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ৩০ পিস ইয়াবাসহ বিচারাধিন ৩টি মাদক মামলার আসামী রাসেল তপেদার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৯শে আগষ্ট-১৯ সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম ট্রেডার্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত,রাজবাড়ী সদর উপজেলা দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের তৌহিদ তপেদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিরে ওসি জিয়ারুল ইসলাম জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় দাদশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক রাসেলকে গ্রেপ্তার করা হয়। রাসেলের বিরুদ্ধে আরো ৩টি মাদক মামলা বিচারাধিন রয়েছে।
এ ঘটনায় এএসআই মোঃ মেহেদী হাসান বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।