আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৩টি মাদক মামলার আসামী রাসেল আবারো ইয়াবাসহ দাদশী হতে গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৯ | আপডেট: ৩:২৩ অপরাহ্ণ ,২০ আগস্ট, ২০১৯
৩টি মাদক মামলার আসামী রাসেল আবারো ইয়াবাসহ দাদশী হতে গ্রেফতার

উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ৩০ পিস ইয়াবাসহ বিচারাধিন ৩টি মাদক মামলার আসামী রাসেল তপেদার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৯শে আগষ্ট-১৯ সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম ট্রেডার্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত,রাজবাড়ী সদর উপজেলা দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের তৌহিদ তপেদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিরে ওসি জিয়ারুল ইসলাম জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় দাদশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক রাসেলকে গ্রেপ্তার করা হয়। রাসেলের বিরুদ্ধে আরো ৩টি মাদক মামলা বিচারাধিন রয়েছে।

এ ঘটনায় এএসআই মোঃ মেহেদী হাসান বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

Comments

comments