আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ থানায় মিথ্যে মামলা করতে এসে ফেঁসে গেলেন বাদী নিজেই


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ ,১৬ আগস্ট, ২০১৯ | আপডেট: ১০:৩৫ অপরাহ্ণ ,১৬ আগস্ট, ২০১৯
গোয়ালন্দ থানায় মিথ্যে মামলা করতে এসে ফেঁসে গেলেন বাদী নিজেই

গোয়ালন্দ সংবাদদাতা।। নিজের অপরাধকে আড়াল করতে গোয়ালন্দ ঘাট থানায় ছিনতাই মামলা দায়েরের জন্য মিথ্যে অভিযোগ করায় পুলিশি তদন্তে ফেঁসে গেল মামলার বাদী নিজেই। এক গৃহবধুকে যৌন হয়রানীর অভিযোগে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে জেল-হাজতে প্রেরণ করা হয়।

মিথ্যে অভিযোগকারী ও আটক ব্যক্তি হচ্ছে- গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডলের পাড়া গ্রামের মৃত খোরশেদ আলী শেখের ছেলে ৫ সন্তানের জনক মীর আলী (৪৫)।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে বিস্তারিত জানা যায়, ১৩ আগষ্ট-১৯ বুধবার মীর আলী গোয়ালন্দ ঘাট থানায় এসে অভিযোগ করেন, গরু বিক্রির ১ লক্ষ টাকা তার শ্যালক দিরাজ শেখকে দিতে যাওয়ার সময় স্থানীয় জলিল শেখ ও তার ছেলেরা তাকে বেধড়ক মারপিট করে টাকা ছিনিয়ে নেয়, সে থানায় এসে এমন অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে তদন্ত করতে গেলে জানতে পারে যে, মীর আলী দীর্ঘদিন ধরে জলিল শেখের স্ত্রীকে যৌন হয়রানি করে আসছিল। সম্প্রতি মীর আলী ওই গৃহবধুকে নিরন্তর কুপ্রস্তাব দেয়ার সে (গৃহবধু) তার স্বামী সন্তানদের কাছে জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি জানালে তারা মীর আলীকে সতর্কও করে। কিন্তু মীর আলী ওই গৃহবধুকে যৌন হয়রানি বন্ধ না করে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। এ পরিস্থিতিতে ওই গৃহবধুর স্বামী ও সন্তানরা তাকে লাঞ্চিত করে। বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্য মীর আলী থানায় তাদের বিরুদ্ধে ছিনতাইয়ে অভিযোগ করেন।
যৌন হয়রানির শিকার ওই গৃহবধু জানান, তার স্বামী বাড়িতে থাকেন না। এ সুযোগে লম্পট মীর আলী তাকে যৌন হয়রানি করে আসছিল। ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ায় লোক-লজ্জার ভয়ে প্রথম দিকে প্রকাশ করতে পারেননি। কিন্তু দিন দিন মীর আলীর হয়রানির মাত্রা বেড়ে যাচ্ছিল। তাই পরিবারের কাছে তিনি বিষয়টি জানাতে বাধ্য হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র জানান, ছিনতাইয়ের অভিযোগ পেয়ে থানা পুলিশ নিরপরাধ ব্যাক্তিকে হয়রানি না করে তদন্ত করে সঠিক বিষয়টি উদ্ঘাটন করেছে। এ জন্য থানা পুলিশকে ধন্যবাদ।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশী তদন্তে ঘটনার আড়ালের ঘটনা বেরিয়ে আসে। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে যৌন হয়রানির অভিযোগে মীর আলীকে গ্রেফতার করা হয়। এঘটনায় বুধবার রাতে ওই গৃহবধু বাদী হয়ে মীর আলীকে আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।

Comments

comments