মানুষ না-কি রোবট ? ছুটির দিনেও কর্মব্যাস্ত রাজবাড়ীর জেলা প্রশাসক
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ ,২১ এপ্রিল, ২০১৮ | আপডেট: ১:৫১ পূর্বাহ্ণ ,২২ এপ্রিল, ২০১৮
নিজস্ব প্রতিনিধি ।। যার নেই কোন অলসতা, তিনি কি মানুষ না-কি রোবট ? এমন প্রশ্ন সবার মনে ! ২০শে এপ্রিল-১৮ শুক্রবার দিনটি ছিল সাপ্তাহিক সরকারী ছুটি । সেই ছুটির দিনেও মাইলের পর মাইল গ্রামাঞ্চলে পথ পায়ে হেঁটে সদর উপজেলার তিনটি ইউনিয়নের একাধিক প্রকল্পের বাস্তবায়ন কাজ সরেজমিনে তদারকি করতে দিনভর কর্মব্যাস্ত সময় অতিবাহিত করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী ।
তিনি, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, মূলঘর ও বসন্তপুর ইউনিয়নস্থ গ্রামাঞ্চলের পথ মাইলের পর মাইল পায়ে হেঁটে-মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের “গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচি”, “গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি” এবং “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” কর্মসূচির ৬ (ছয়)প্রকল্পের বাস্তবায়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন ।
এ সময়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, রাজবাড়ী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম, মনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, আলীপুর, মূলঘর, বসন্তপুর ইউপি চেয়ারম্যান এবং প্রকল্প সংশ্লিষ্ট সদস্যগণ উপস্থিত ছিলেন ।
জেলা প্রশাসক প্রথমে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন আলাদীপুর আশ্রয়ণ প্রকল্পের মাটির কাজ সরেজমিনে পরিদর্শন করেন । রাজবাড়ী জেলা প্রশাসন ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আলাদীপুর মৌজায় ২৩ শতাংশ সরকারি জমিতে ‘আলাদীপুর আশ্রয়ণ প্রকল্প’ বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে । প্রারম্ভিক অবস্থায় ৮,১৩৯ বর্গফুট আয়তনের প্রকল্প এলাকায় ১,৬৭১ ঘনফুট মাটির কাজের জন্য ১৯.৩৪১ মেট্রিক টন গমের বরাদ্দ দেয়া হয়েছে । এ প্রকল্পের মাটির কাজ শুরু হয়েছে ৩ এপ্রিল, ২০১৮ তারিখে এবং প্রকল্প সমাপ্তির সম্ভাব্য তারিখ ২৫ এপ্রিল, ২০১৮ । ইতোমধ্যে ৫০% মাটির কাজ সমাপ্ত হয়েছে বলে পরিদর্শনের সময় আলীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান । এ প্রকল্পটি পরিদর্শনের সময় জেলা প্রশাসক আলাদীপুর বাজার এবং বাজার সংলগ্ন আলীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর পিছনে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় গর্ত ভরাট প্রকল্পের কাজ পরিদর্শন করেন । প্রকল্পের দৈর্ঘ্য ৯০০ মিটার, মাটির কাজের জন্য এখানে বরাদ্দ দেয়া হয়েছে ১,৭৪,৭০০/- টাকা । প্রকল্পের কাজের অগ্রগতি ১০০% । পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, আলাদীপুর বাজারটি মহাসড়ক হতে সরিয়ে পর্যায়ক্রমে এখানে স্থাপন করা হবে ।
আলীপুর ইউনিয়নের প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক মূলঘর ইউনিয়নে গিয়ে সেখানে পায়ে হেঁটে বিলনয়াবাদ রজবের বাড়ী হতে ভাঙ্গা রাস্তার শেষ পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন । সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্যের কাবিটা ১ম পর্যায়ের এ প্রকল্পে ৩,৮৪,০০০/-টাকা বরাদ্দ করা হয়েছে । এ প্রকল্পের কাজের অগ্রগতি ১০০% । এ প্রকল্প পরিদর্শন শেষে
তিনি পায়ে হেঁটে ভগিরথপুর হাকিমের বাড়ী হতে পারলার বিল পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন । ৪০০ মিটার দৈর্ঘ্যের এ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১,৫০,০০০/-টাকা । মূলঘর ইউনিয়নের এ দুটি প্রকল্প পরিদর্শন শেষে
তিনি পুনরায় পায়ে হেঁটে “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” কর্মসূচির আওতায় ভগিরথপুর আফজালের বাড়ীর নিকট পাকা রাস্তা হতে রশিদের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প পরিদর্শন করেন । ২৫ জন শ্রমিক দিয়ে ৪০ দিনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ লক্ষ টাকা । এ প্রকল্পটি এ যাবত ৫ দিন কাজ সম্পন্ন হয়েছে । কাজের অগ্রগতি ২% । নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী সমাপ্ত করার জন্য মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জেলা প্রশাসক নির্দেশনা প্রদান করেন ।
মূলঘর ইউনিয়নের তিনটি প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক কোলারহাট বাজার পরিদর্শন করেন এবং পায়ে হেঁটে টি,আর কর্মসূচির আওতায় বসন্তপুর ইউনিয়নের মোজা সরদারের বাড়ী হতে সাহেব বাড়ী পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন । ১ম পর্যায়ের সাধারণ টিআর কর্মসূচির আওতায় এ প্রকল্পের অনুকুলে ১,৯৬,০০০/-টাকা বরাদ্দ করা হয়েছে । প্রকল্পের কাজের অগ্রগতি ১০০% ।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন ।