স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জনতার মেইলকে জানান- ৯ আগষ্ট-১৯ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী থানার মামলা নং-৩৫, তারিখ-১৩/০৭/২০১৯ খ্রিঃ, {ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১} এর এজাহারনামীয় ২ নং আসামী মোঃ সোবদুল শেখ @ ছব্দুল (৪০) কে গ্রেফতার করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তি- রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের মৃত কাদের শেখের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।