বালিয়াকান্দি উপজেলা সংবাদদাতা ।। এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র অগ্রিম প্রদানের লোভ দেখিয়ে নিজেদের বিকাশ এ্যাকাউন্টে অর্থ আদায়কারী প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল । এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল সেট ও ৯টি সিম কার্ড জব্দ করা হয় ।
আটককৃত ১ম ব্যাক্তি হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ডাকঘরঃ নাড়ুয়া, সোনাকান্দর গ্রামের মোঃ আঃ মালেকের ছেলে মোঃ ইমামুল ইসলাম(২০)এবং এ/পি সাং-মহেশপুর, ডাকঘরঃ মালাইনগর, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা । ২য় ব্যাক্তি- একই ঠিকানার আহাম্মদ মোল্লার ছেলে মোঃ হাসিবুল ইসলাম(২১)। ও ৩য় ব্যাক্তি হচ্ছে- বালিয়াকান্দি উপজেলার ডাকঘরঃ ঘিকমলা, মরাবিলা গ্রামের মোঃ পান্নু ফকিরের ছেলে মোঃ শাহিদুল ইসলাম(১৯)।
বিস্তারিত, অভিযুক্ত মোঃ ইমামুল ইসলাম, মোঃ হাসিবুল ইসলাম ও মোঃ শাহিদুল ইসলাম ৩ জনই নারুয়া মনসুর আলী কলেজের এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী । তারা প্রতারনার উদ্দেশ্যে ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক একাধিক ওয়েব পেইজ চালু করে । ইতোমধ্যে বিভিন্ন এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারনামূলক ভাবে নিজেদের বিকাশ এ্যাকাউন্টে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয় ।
এমন গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল ২০ এপ্রিল-১৮ শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে । আটককৃত ব্যক্তিগণকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে, তারা উক্ত প্রতারনার সাথে জড়িত । আটককৃতদেরকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।