উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের নানান রকম ঝামেলা পোহাতে হয়। এতে সব সময় মন ঠিক থাকে না। তারপরও প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালন কালে ধৈর্য্য সহকারে প্রতিটি মানুষের সাথে অত্যন্ত সুন্দর বা ভালো আচরন করতে হবে।
৭ আগষ্ট-১৯ বুধবার দুপুরে দৌলতদিয়া ঘাটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘাট এলাকার শৃঙ্খলা রক্ষায় নিয়েজিত অতিরিক্ত পুলিশ সদস্যদের ব্রিফিংকালে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ কথা বলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক নির্দেশ দিয়ে তিনি আরো বলেন, ‘যেখানে লোক সমাগম বেশী থাকে, সেখানে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ পকেটমারদের তৎপরতা লক্ষ্য করা যায়। এ সকল দূর্বৃত্তদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে। দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচল কারী ঘরমুখো ও কর্মস্থমুখী সাধারন মানুষ যেন কোন ভাবেই হয়রানীর শিকার না হয়। তাদের নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব। এসব বিষয় মাথায় রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ্উদ্দিন, ডিআই-১ আবুল কালাম আজাদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।