স্টাফ রিপোর্টার।। ২২০ পিস ইয়াবাসহ শান্ত (২২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি পুলিশের একটি অভিযানিক দল।
৭ আগষ্ট-১৯ বুধবার মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ঘাটাইল থানাধীন লৌহানি সাগরদিঘী সাকিস্থ জনৈক মোঃ বানিজ মিয়ার বসত বাড়ির উঠান হইতে তাকে গ্রেফতার করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাহার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
অভিযানে অংশগ্রহন করেন- জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর),টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের নের্তৃত্বে এসআই মোঃ নুরুজ্জামান, এএসআই সুমন চৌধুরী, এএসআই মোঃ আবু হাশেম, কং/১১২৬ মোঃ ইমরুল হাসান, কং/৬৯১ মোঃ ফয়জুর রহমান, কং/৭৫৮ মোঃ মফিজুর রহমান, কং/১৪৪২ মোঃ মাসুদ রানা
ডিবির ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতার কৃত আসামীর পরিহিত লুঙ্গির ডান কোচের মধ্যে থাকা সাদা রংয়ের পলিথিনের প্যাকেটের ভিতর হইতে ২২০ পিস লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মামলা দায়েরেরে প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।