আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে যুবকের দুই হাত বিচ্ছিন্নর ঘটনায় মামলা ও আটক-১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ ,৫ আগস্ট, ২০১৯ | আপডেট: ১১:৩৭ অপরাহ্ণ ,৫ আগস্ট, ২০১৯
রাজবাড়ীতে যুবকের দুই হাত বিচ্ছিন্নর ঘটনায় মামলা ও আটক-১

স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দ্বারা রাজবাড়ীতে শাহিন খান (২৫) নামে এক যুবকের দুই হাত কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

গুরুতর জখমকৃত শাহিন খান- রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের হাসেম খানের ছেলে।

৪ আগষ্ট দুপুরের দিকে কল্যাণপুর সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায়, ৫ আগস্ট-১৯ সোমবার দুপুরে শাহিন খানের বাবা মোঃ হাসেম খান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ তিন-চারজনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় এ মামলা দায়ের করেন। এরই মধ্যে মামলার ৩ নম্বর আসামি শাহিন রাঢ়ীকে (২৮) গ্রেফতার এবং তার দেওয়া তথ্যমতে তিনটি রক্তমাখা ধারালো চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

মামলার আসামিরা হলো- কল্যাণপুর গ্রামের রহমান গাজীর ছেলে ইসমাইল গাজী (৩২), মৃত মান্নান পাটোয়ারীর ছেলে ইদ্রিস পাটোয়ারী (২৮), জাফর রাঢ়ীর ছেলে শাহিন রাঢ়ী (২৮), আমিন হক রাঢ়ীর ছেলে লালু (৩০) ও সুরুজ লাঠিয়ালের ছেলে শাহ আলম (২৮) এবং অজ্ঞাত ৩/৪ জন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ৪ আগস্ট-১৯ রোববার বিকেল সাড়ে ৩.টার দিকে শাহিন খানকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে কল্যাণপুর কবরস্থান সংলগ্ন বালুর মাঠের পশ্চিম পাশে নিয়ে যায় মামলার আসামিরা। এ সময় ধারালো চাপাতি দিয়ে শাহিনকে হত্যার চেষ্টা করে তারা। শাহিন দৌড়ে পালানোর চেষ্টা করলে চাপাতি দিয়ে কোপাতে শুরু করে মামলার এক নম্বর আসামি ইসমাইল। এতে শাহিন মাটিতে পড়ে যায়। তখন শাহিনের হাত-পা ও মুখ চেপে ধরে মাঠের পূর্ব পাশে নিয়ে জবাইয়ের চেষ্টা করা হয়। এ সময় শাহিন দুই হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে দুই হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে তারা। শাহিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় আসামিরা।

এরপর গুরুতর অবস্থায় শাহিনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল তিনটার দিকে শাহিনকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় দূর্বৃত্তরা। বাড়ি থেকে আধা কিলো মিটার দুরে অবস্থিত কল্যানপুর মহিলা মাদ্রাসার পাশে নিয়ে নির্মম ভাবে তার দুই কুনুইয়ের উপর থেকে কেটে ফেলে। এসময় শাহীনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানানশাহিন ও ইসমাইল একসঙ্গে মাদক বিক্রি করতো। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাসখানেক আগে তাদের মধ্যে মারামারি হয়। পরে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে তা সমাধান হয়। এছাড়া শাহিনের স্ত্রীকে ইসমাইল মাঝে মধ্যেই মোবাইলে বিরক্ত করতো। এ কারণে শাহিন ইসমাইলকে একবার মারধর করেছিল। সেই প্রতিশোধ নিতেই ইসমাইল তার দলবল নিয়ে শাহিনের হাত কেটে ফেলেছে।

এ বিষয়ে ঘটনার দিন (৪ আগষ্ট)- রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম জানান, ঘটনাটি শোনার সাথেই আমি পুলিশ পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই আমরা ঘটনার কারন ও ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

এ ঘটনায় ৫ আগষ্ট সোমবার- রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার (বার)জনতার মেইলকে জানান,শাহিনের হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা হয়েছে। রোববার দিনগত রাতে রাজবাড়ী সদর উপজেলা পাঁচুরিয়া এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি শাহিন রাঢ়ীকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে সোমবার বিকেলে আব্বাস গাজীর হলুদ ক্ষেত থেকে একটি ব্যাগের মধ্যে রাখা রক্তমাখা তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Comments

comments