রাজবাড়ীতে ৯১০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ ,৪ আগস্ট, ২০১৯ | আপডেট: ১০:৩৭ অপরাহ্ণ ,৫ আগস্ট, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৯১০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার।
জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ৪ঠা আগষ্ট-১৯ বিকেল সারে ৬.টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর নতুন পাড়ার জনৈক ওসমানের বাড়ির সামনে থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মোঃ লাল চাঁদ মন্ডল (৩৪)কে গ্রেফতার করে। এবং এসআই ফকির হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে একইদিন সন্ধ্যা ৭.টার দিকে সদর উপজেলার বিনোদপুর নতুন পাড়ার জনৈক জিয়ার বাড়ির সামনে থেকে ৪৬০ পিস ইয়াবাসহ মোঃ ছাদেক বেপারী (৩২)কে ও মোঃ মাছেম সরদার (৩২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের দুলাল বেপারীর ছেলে ছাদেক ব্যাপারী (৩২), রাজবাড়ীর পৌরসভার ধুনচি গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে মাছেম সরদার (৩২) এবং সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছুয়াঘাটা গ্রামের মকবুল মন্ডলের ছেলে চাঁদ মন্ডল (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে জেলা শহরের বিনোদপুর ফোর ডাঙ্গা মাঠ সংলগ্ন জিয়ার বাড়ীর সামনের রাস্তার উপর উপর থেকে ছাদেক ব্যাপারীকে ৪৪০ পিস ইয়াবা, মাছেম সরদারকে ২০পিস ইয়াবা এবং তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পাশ্ববর্তী ওসমানের বাড়ীর সামনের রাস্তার উপর থেকে ৪৫০ পিচ ইয়াবাসহ চাঁদ মন্ডলকে গ্রেফতার করা হয়। দুটি ক্ষেত্রেই রাজবাড়ী সদর থানায় ভিন্ন ভিন্ন মামলা দায়ের করা হয়েছে। তবে, অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতাকৃত ছাদেকের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা ও মাছেম সরদারের বিরুদ্ধে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।