উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন সালমা চৌধুরী রুমা।
৪ঠা আগষ্ট-১৯ রোববার দুপুরে তাকে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল বাতেন।
তিনি বলেন, সালমা চৌধুরী এ নির্বাচনে একমাত্র প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ আগস্ট তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
এর আগে গত ২৮ জুলাই রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল বাতেন সালমা চৌধুরীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
উল্লেখ্য, সালমা চৌধুরী সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ্যাড. ওয়াজেদ চৌধুরীর মেয়ে। সে রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।