আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন ঈদে দৌলতদিয়া ঘাটে আইন-শৃঙ্খলা জোরদার করা হবে- রাজবাড়ী পুলিশ সুপার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ ,৩ আগস্ট, ২০১৯ | আপডেট: ১১:০৫ অপরাহ্ণ ,৩ আগস্ট, ২০১৯
আসন্ন ঈদে দৌলতদিয়া ঘাটে আইন-শৃঙ্খলা জোরদার করা হবে- রাজবাড়ী পুলিশ সুপার

উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। আসন্ন ঈদুল আযহায় দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভোগান্তিরোধে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। যা ঈদের অন্তত এক সপ্তাহ আগে থেকে কার্যকর হবে। ঈদুল আযহা উপলক্ষে আগামী ৭ আগষ্ট থেকে ২০ আগষ্ট পর্যন্ত ঘাটে পোশাকধারী,সাদা পোশাকে ও গোয়েন্দা সংস্থাসহ অন্তত ২৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে। যার মনিটরিং করবে পুলিশ সুপার নীজেই।

২৩শে আগষ্ট-১৯ শনিবার সকালে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-১৯ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা উন্নয়ন, সড়ক/মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিকিং ব্যবস্থা জোরদার করন ও নৌপথে নির্বিঘ্নে নৌযান চলাচল নিশ্চিত করনে পুলিশ ও বিভিন্ন সংস্থার আগত কর্মকর্তা এবং পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দেরসাথে মত বিনিময় সভায় এসব কথা বলেছেন- রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)।

পুলিশ সুপার আরো বলেন, এছাড়াও এবার ঈদযাত্রায় ভোগান্তিরোধে ঘাট ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়েছে। নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ঘাটে কেউ যাতে কোন প্রকার অনৈতিক কাজ না করতে পারে সে ব্যাপারে করা নজর রাখা হবে।

পুলিশ সুপার আরো জানান,এ বছর ঈদুল আযহার জন্য বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ ২০ টি বরাদ্দ করেছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ৬ ঘাট ও ৩৪ লঞ্চের ব্যবস্থা রেখেছে।

মত বিনিময় সভায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, মোঃ রেজাউল করিম, মোঃ ফজলুল করিম, বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ট্রাফিক অফিসার মোঃ রুহুল আমীন, বিআইডব্লিটিএর আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক ফরিদুল ইসলামসহ, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা ও ঝিনাইদহ জেলার বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

comments