উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর পদ্মা নদী হতে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ)ভাসমান মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরধুঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদী থেকে ২রা আগষ্ট-১৯ শুক্রবার সকাল সাড়ে ১০.টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জনতার মেইলকে জানান, শুক্রবার সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেতে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহটি উদ্ধার করে। এখনো পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা অব্যহত আছে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়,লাশটি একই স্থানে স্রোতে ভাসতেছিল,পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসে প্রবল স্রোতের মধ্যে থেকে দীর্ঘ ৩০/৪০ মিনিটের চেষ্টায় লাশটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। লাশ দেখে চেনার উপায় নেই।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।