প্রানে রক্ষা পেল পিকনিক বাসযাত্রী-রাজবাড়ী বেড়িবাধের দু’পাশের বাঁশ ঝার কাটার দাবি
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ ,২০ এপ্রিল, ২০১৮ | আপডেট: ১:২৬ অপরাহ্ণ ,২০ এপ্রিল, ২০১৮
বিশেষ প্রতিনিধি ।। হেলে পড়া বাঁশ ঝারের পাশ দিয়ে যেতেই রাস্তার ঢালে চলে গেল একটি যাত্রীবাহী বাস । অল্পের জন্যে প্রানে রক্ষা পেল ৫০জন বাসযাত্রী ।
১৭ই এপ্রিল-১৮ মঙ্গলবার সকাল ৭.টার সময় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অম্বলপুর গ্রামের মজিবরের বাড়ির সামনে বেড়িবাধের ঢালে অবস্থিত বাঁশ ঝারের নিকট এ দূর্ঘটনা ঘটে ।
বিস্তারিত, গত ১৭/৪/১৮ ইং তারিখ মঙ্গলবার সকাল ৬.টা ২০মিঃ সময় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পিয়ার আলীর মোড় হতে, পিকনিকের একটি যাত্রীবাহী বাস দেবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমানের (খলিল মাতুব্বর) নেতৃত্বে, ৫০জন ভ্রমন যাত্রী নিয়ে সুন্দর বন-খানজাহান আলীর মাঝার-ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে ছেড়ে যায় । বেড়িবাধ দিয়ে বিভিন্ন জায়গায় বাস ঝাড় পেড়িয়ে ৫ মিনিটের রাস্তা ২০ মিনিট সময় ধরে ধির গতিতে অম্বলপুর আসলে মজিবরের বাড়ির সামনে বেড়িবাধের ঢালে অবস্থিত হেলে পড়া বাঁশ ঝারের পাশ দিয়ে যেতেই বাসটি রাস্তার ঢালে চলে যায় । বাস চালক ঝুকিপূর্নভাবে নিয়ন্ত্রন করলে বাসযাত্রীরা কান্না-কাটি ও হৈ-হুল্লো করে বাস থেকে লাফিয়ে নেমে পড়ে । তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি, রক্ষা করেছে স্বয়ং আল্লাহ । ওই সময় বাসটি দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পরে চেইন কপ্পা দ্বারা রাস্তার ঢাল থেকে টেনে তোলা হয়েছে ।
ওই বাসের যাত্রী ছিলেন, ছোটভাকলা ইউপি’র সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, স্থানীয়- সোহরাব মেলেটারি, রতন দোকানদার, মুরাদ, রুবেল মৃধা ও সাংবাদিক রিয়াজুল করিম সহ প্রায় ৫০জন যাত্রী ছিলেন ।
মাঝে মধ্যেই এমন দূর্ঘটনা ঘটে বলে জানাগেছে । সে কারনে, রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের উড়াকান্দা হতে গোয়ালন্দ উপজেলার জামতালা পর্যন্ত বেড়িবাধের দুই পাশে অবস্থিত বাঁশঝার গাছের ডাল-পালা কেটে পরিষ্কার করার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোড় দাবি জানিয়েছেন- ওই দূর্ঘটনা কবলিত বাসযাত্রী ও এলাকাবাসী ।
উল্লেখ্য, রাস্তার ঢালে পড়া ওই বাসটি রেখে পরবর্তিতে অন্য আরেকটি বাস নিয়ে ভ্রমনযাত্রীরা নির্ধারিত পিকনিক স্পট এলাকা ঘুড়ে ভাল ভাবে বাড়িতে ফিরে আসে ।