উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। সাবেক জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আব্দুল ওয়াজেদ চৌধুরীর ২৭ তম মৃত্যবার্ষিকী পালন করা হয়েছে।
এ মৃত্যবার্ষিকী উপলক্ষে- ৩১শে জুলাই-১৯ বুধবার সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে কার্যালয়ের সামনে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুস সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রফেসর ফখরুজ্জামান মুকুট, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ উজির আলী, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, গোলাম মস্তফা চৌধুরী রন্টু প্রমুখ।
পরে সেখানেই অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
দোয়া মাহফিল শেষে সাবেক জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরীর সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।