ছবিঃ সংগৃহিত
স্টাফ রিপোর্টার।। ২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন পরিষদ উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের উদ্যোক্তা তৈরি করতেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।
২৯ জুলাই-১৯ সোমবার শেরপুরে হাইটেক পার্কের প্রস্তাবিত জায়গা পরিদর্শনের আগে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন,শিক্ষা ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে আগামী ৩ বছরের মধ্যে দেশের সব বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করবে সরকার। এ ছাড়াও উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে।
এর আগে, আইসিটি প্রতিমন্ত্রী শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাব ও ইউডিসি উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক আনারকলি মাহবুব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইনফো সরকার ফেইজ-৩ প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।
বিকেলে প্রতিমন্ত্রী সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়ন এলাকায় হাইটেক পার্কের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তার সাথে ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।