উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্বামী-স্ত্রী পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ৯ দিন পর স্ত্রী আঞ্জুমের লাশ উদ্ধার করা হয়েছে।
২৯শে জুলাই-১৯ সোমবার দুপুরে দৌলতদিয়া ৬নং ফেরি ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে, তার স্বামী ইমনের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি মোঃ লাবু মিয়া। তিনি জানান, ঘটনার পর তারাসহ ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার তৎপরতা চালালেও ভেসে যাওয়া দম্পতিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে তাদের মধ্যে গৃহবধু আঞ্জুমের লাশ দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট এলাকায় ভেসে ওঠে।
আঞ্জুম রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইজারা পাড়া গ্রামের আজিম শেখের মেয়ে ও ইমন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার তৌফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তারা ঢাকায় বসবাস করে।
উল্লেখ্য,শুক্রবার আঞ্জুমের চাচাতো বোন দৌলতদিয়া ৩-নং ফেরিঘাট এলাকার আবু সাইদের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। চাচাত বোনের সেই বিয়ের অনুষ্ঠানে এসে গত ২১ জুলাই-১৯ রোববার আনুমানিক দুপুর ২.টার দিকে ওই দম্পতিসহ বিয়ে বাড়ির আরো ১০/১২ জন মিলে পদ্মা নদীতে দৌলতদিয়া ৪-নং ফেরিঘাট এলাকায় গোসল করতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন। গোসলের সময় একটি ফেরি তাদের পাশদিয়ে চলে গেলে যে ঢেউয়ের তোরে প্রথমে আঞ্জুম কিছুটা নদীর ভেতরে চলে যায়। আঞ্জুম যখন নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল, এসময় তাকে উদ্ধার করতে স্বামী ইমন এগিয়ে যান। এরপর তারা দুজনই মুহুর্তের মধ্যে নদীর প্রচন্ড ঘুর্ণীপাকে পরে তলিয়ে যায়।
ঘটনার দিন, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মোঃ লাবু মিয়া জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশ স্পীড বোট ও জেলেদের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এছাড়া ঢাকা থেকে ডুবুরী দলকে ডাকা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।