হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধনসহ একইদিনে একাধিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ ,২৫ জুলাই, ২০১৯ | আপডেট: ২:২৮ অপরাহ্ণ ,২৬ জুলাই, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান শীর্ষক কর্মসূচির অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৫ জুলাই-১৯ বৃহস্পতিবার বিকেল ৪.টায় রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
অনুষ্ঠানে, জেলা সমাজসেবা কর্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমানসহ প্রমূখ।
এ সভায়, সনদ প্রাপ্ত হিজড়াদের মধ্যে জেলার ৫০ জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দিলসাদ বেগম উপস্থিত হিজড়াদের সাথে আলোচনা করেন এবং তাদের উন্নত জীবন গড়ার বিষয়ে বক্তৃতা করেন।
এর আগে- একইদিন, দুপুর ১২.টার দিকে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটি এবং জেলা ভিক্ষুক পুনর্বাসন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১.টার দিকে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০.টার দিকে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।