গোয়ালন্দ কলেজ ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ ,২৩ জুলাই, ২০১৯ | আপডেট: ১০:০৫ অপরাহ্ণ ,২৫ জুলাই, ২০১৯
স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ শাখার নব-গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের আয়োজনে ২২শে জুলাই সোমবার সকাল ১০.টার দিকে কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ বাবু মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক-জালাল হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন- সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, উপাধক্ষ হালিম তালুকদার,গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি এনায়েত হোসেন জাকির,গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্পব ঘোষ, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল,সদ্য বিদায়ী গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম বাতেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান,সাধারন সম্পাদক আবির হোসেন রিদয় প্রমূখ।
এ সময়, আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ,গোয়ালন্দ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি- মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক- রফিকুল ইসলাম কোরবান, রমেশ আগারওয়ালা,গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি- আলামিন মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক- আল মাহমুদ মিশা, পৌর ছাত্রলীগের সভাপতি- রাতুল আহমেদ সজল,সাধারন সম্পাদক আকাশ সাহাসহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মিবৃন্দ প্রমূখ।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল বলেন, আমি চাই- ছাত্রলীগ যেন একটি আদর্শ নিয়ে চলে, মূল শক্তি হচ্ছে আদর্শ ও সততার শক্তি। সততা থাকলে অনেক দূর যাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানে যেন শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে। তোমাদের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয়। একজন মানুষ আদর্শের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, সেটা জানতে ও শিখতে প্রয়োজনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়বে। কোন ভাবেই যেন ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়, নতুনদের থেকে এটাই প্রত্যাশা করি।