উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। গ্যাসের সিলিন্ডারের তলা কেটে অভিনব কায়দায় গাজা রেখে বিক্রির সময় আড়াই কেজি (২.৫০০গ্রাম) গাজা সহ শহীদ শেখ (৪০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে রাজবাড়ি সদর ফাড়ির পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে, ২২ জুলাই-১৯ সোমবার সকালের দিকে রাজবাড়ি বাজারের পুবালি ব্যাংক এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক ব্যাক্তি- রাজবাড়ি সদর উপজেলার বরাট উইনিয়নের গোপাল বাড়ী এলাকার মৃত নেপাল শেখের ছেলে।
রাজবাড়ী সদর পুলিশ ফাড়ির এটিএসআই মোঃ লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ি সদর ফাড়ির পুলিশ পরিদর্শক মোঃ ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শহরের পুবালি ব্যাংকের সামনে থেকে ওই গাজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পরিত্যক্ত গ্যাস সিলিন্ডারে মশারি দিয়ে পেচানো অবস্থায় আড়াই কেজি গাজা উদ্ধার করা হয়।
গাজা ব্যবসায়ী মোঃ শহিদ শেখের নামে সহ লাল মনির হাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।