ফরিদপুর র্যাব কর্তৃক জাল টাকাসহ ২ জন আটক
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ ,১৮ জুলাই, ২০১৯ | আপডেট: ১:৫৩ অপরাহ্ণ ,২২ জুলাই, ২০১৯
স্টাফ রিপোর্টার।। (১ হাজার টাকার জাল নোট ১০টি)১০ হাজার জাল টাকাসহ ২ প্রতারক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে র্যাব-৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। এ সময়,আটককৃত আসামীদের হেফাজত থেকে জাল টাকা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহিৃত ৪ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে,কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে- ১৮ই জুলাই-১৯ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারে অভিযান পরিচালনা করে গৌরী কনফেকশনারী দোকানের সামনে হতে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামের মোঃ কায়েম শেখের ছেরে মোঃ সজিবুর রহমান (২৪)ও কোতয়ালী উপজেলার রাইকা খাসকান্দি গ্রামের মোঃ মতিন মিয়ার ছেলে মোঃ পাভেল মিয়া (২৮)। জানাযায়, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে জাল টাকা আদান প্রদান কার্যক্রম চালিয়ে আসছে।
উদ্ধারকৃত জাল টাকাসহ আটককৃত আসামীদ্বয়কে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে জাল টাকা রাখার অপরাধে আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।