রাজবাড়ী প্রতিনিধি ।। রাজবাড়ীতে ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এমবিআরএম বাহিনীর আঞ্চলিক কমান্ডার ছাইদুল ওরফে আমির সরদার নিহত । মঙ্গলবার সকাল ১১.টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এমন সংবাদ জানান রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম ।
পুলিশ সুপার লিখিত বক্তব্যে আরো বলেন যে, রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপড়া জৌকুড়া বালুর ঘাট এলাকায় পদ্মা নদীর পারে চরমপন্থীরা গোপন মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন । পুলিশের উপস্থিথি টের পয়ে চরমপন্থীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে, জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে । এর এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হঠলে সেখানে এমবিআরএম বাহিনীর আঞ্চলিক কমান্ডার ছাইদুল আহত অবস্থায় পড়ে থাকে । ঘটনাস্থল থেকে একটি বিদেশী এসএলআর, একটি বিদেশী দোনালা বন্দুক, ৩২ রাউন্ড গুলি, ২৩ টি কার্তূজ, ১টি ছোড়া, ৬টি কার্র্তূজের খোসা উদ্ধার করেছে পুলিশ এবং গুলিবিদ্ধ আহত ছাইদুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । নিহত চরমপন্থী ছাইদুল পাবনার আটঘরিয়ার চাচকিয়া এলাকার তাহামুদ্দিনের ছেলে । ছাইদুলের বিরুদ্ধে পাবানায় হত্যা, অস্ত্র, অপহরনসহ ৭টি মামলা রয়েছে ।
অপরদিকে, বন্দুক যুদ্ধের সময় পুলিশ পিস্তলের ৬ রাউন্ড গুলি ও ১৬টি শর্ট গানের কার্তূজ ফায়ার করা হয়েছে, এ সময় চরমপন্থীদের গুলিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানসহ ৩ পুলিশ সদস্য আহত হয় ।
উক্ত প্রেস ব্রিফিংয়ে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম, সদর থানার ওসি তারিক কামাল, ডিআইও ওয়ান জহুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়াসহ একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।