স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন- দেশের সর্ববৃহত তার্যুন্যের প্লাটফরম ‘ইয়াং বাংলা’ রাজবাড়ী জেলা।
২৫শে জুন-১৯ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যলয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় “ইয়াং বাংলা’র জেলা প্রতিনিধি এস.এম. রিয়াজুল করিম, জেলা “ইয়াং বাংলা’র সহকারী সমন্বয়ক জামাদুল আওয়াল (কাওসার),সদস্য উজ্জল কুমার চক্রবর্ত্তী সহ জনতার মেইল ডটকম‘ এর বিশেষ প্রতিনিধি ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মোঃ আলমাস আলী ও আতিয়ার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময়, জেলা প্রশাসককে ইয়াং বাংলা’র কর্মকান্ড সম্পর্কে অবগত করা হলে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, দিলসাদ বেগম রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ২৪ জুন-১৯ সোমবার।
এর আগে, তিনি রবিবার রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
জেলা প্রশাসন সূত্র জানাযায়, নবনিযুক্ত জেলা প্রশাসক দিলসাদ বেগম রোববার রাজবাড়ীতে এসে যোগদানের অনুষ্ঠানিকতা শুরু করেছেন। সোমবার সকল আনুষ্ঠানিকতা শেষে কাজ শুরু করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।