আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর নতুন ডিসি কে ফুলেল শুভেচ্ছা জানালেন জনতার মেইল.কম


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ ,২৫ জুন, ২০১৯ | আপডেট: ১০:৪৪ অপরাহ্ণ ,২৫ জুন, ২০১৯
রাজবাড়ীর নতুন ডিসি কে ফুলেল শুভেচ্ছা জানালেন জনতার মেইল.কম

স্টাফ রিপোর্টার।। ‘জনতার মেইল ডটকম ‘ পত্রিকার পক্ষ থেকে রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জনানো হয়েছে।

২৫শে জুন-১৯ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যলয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় ‘জনতার মেইল ডটকম‘ এর সম্পাদক এস.এম. রিয়াজুল করিম,নিজস্ব প্রতিনিধি উজ্জল কুমার চক্রবর্ত্তী, জনতার মেইল ডটকম‘ এর বিশেষ প্রতিনিধি ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মোঃ আলমাস আলী, এবং জামাদুল আওয়াল কাওসারে, আতিয়ার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময়, জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়নে  সব ধরনের তথ্য দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদের সব ধরনের সহযোগিতা করবো বলে জানান তিনি।

উল্লেখ্য, দিলসাদ বেগম রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ২৪ জুন-১৯ সোমবার।

এর আগে, তিনি রবিবার রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
জেলা প্রশাসন সূত্র জানাযায়, নবনিযুক্ত জেলা প্রশাসক দিলসাদ বেগম রোববার রাজবাড়ীতে এসে যোগদানের অনুষ্ঠানিকতা শুরু করেছেন। সোমবার সকল আনুষ্ঠানিকতা শেষে কাজ শুরু করেন।
নতুন জেলা প্রশাসক দিলসাদ বেগম ২১ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামের বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বসিরুল হক ও জরিনা আক্তার দম্পতির সন্তান। ৩ ভাই ও ১ বোনের মধ্যে দিলসাদ বেগম বেলা তৃতীয়।
তিনি, সরকারি গুরুদয়াল কলেজ থেকে ১৯৯২ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়ো কেমিস্ট্রিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত দিলসাদ বেগমের স্বামী কাজী সাইফুল ইসলাম একটি প্রতিষ্ঠিত প্রাইভেট কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী।

Comments

comments