জনতার মেইল।। জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের খুদে প্রোগ্রামারদের প্রশিক্ষণ শেষে স্ক্র্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সোমবার ১৭ই জুন সোমবার। সকাল ৯ টায় শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেলে ৫টা পর্যন্ত। সারাদেশে স্ক্যাচ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে প্রাথমিকের প্রায় সাড়ে ১১ হাজার খুদে শিক্ষার্থী।
এদিকে, রাজবাড়ী জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় হতে স্ক্যাচ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৩৩ জন শিক্ষার্থী।
জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য শিশুদের নিয়ে দুই দিনের স্ক্র্যাচ প্রোগ্রামিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে আজ রোববার।দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচী শেষে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে শিশুদের স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের চূড়ান্ত প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পরীক্ষার পোর্টালে (http://nctpc.srdlict.com/e) ফোন নাম্বার (যে নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করা) এবং পাসওয়ার্ড(মেসেজে প্রদত্ত) দিয়ে লগইন করতে হবে। এরপর ফাইল আপলোড এবং দলের সদস্যদের বিস্তারিত প্রদান করার জন্য অপশন পাওয়া যাবে। যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে।সঠিকভাবে সাবমিট করতে পারলে সফল হয়েছে বলে জানাবে।
১৭ জুন ২০১৯ সকাল ৯.০০টা হতে বিকেল ৫.০০ টার মধ্যে (নির্ধারিত সময়ের মধ্যে) সাবমিট করতে হবে। আবার, যদি কেউ পাসওয়ার্ড না পেয়ে থাকে তাহলে জেলা কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করতে হবে।
রাজবাড়ী জেলায় স্ক্র্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে- জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় ও রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে।
’অবাক হচ্ছে বিশ্ব এবার’ বাংলার শিশুরা প্রোগ্রামার’ এই শ্লোগান নিয়ে- শিশু প্রোগ্রামার তৈরির লক্ষ্যে ‘জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৯’ এর আয়োজন করেছে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও তারুণ্যের বৃহত প্লাটফর্ম ইয়াং বাংলা।
রাজবাড়ী জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায়- ও উক্ত কার্যালয়ের আইসিটি শাখার সহকারী কমিশনার আরিফুজ্জামানের আরিফের নেতৃত্বে এবং ইয়াং বাংলা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও জাতীয় শিশু কিশোর প্রোগ্রমিং প্রতিযোগিতার জেলা সমন্বয়কের তত্বাবধানে- এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল করিম, আইসিটি শিক্ষক মৃদুল বিশ্বাস, রাজিয়া বেগম, মোঃ রাশেল খান, শেখ রাসেল ডিজিটাল কো-অডিনেটর জামাদুল আওয়াল কাওসার ও উজ্জল চক্রবর্ত্তী।
এবিষয়ে- ইয়াং বাংলা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও জাতীয় শিশু কিশোর প্রোগ্রমিং প্রতিযোগিতার জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম জনতার মেইলকে জানান- রাজবাড়ী জেলা থেকে এবারই প্রথম আমরা জাতীয় শিশু কিশোর প্রোগ্রামীং প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছি। এ জেলা থেকে স্ক্যাচের ১৩৩ জন, পাইথন (জুনিয়র) ১২৪ জন ও পাইথন (সিনিয়র) ১৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।পাইথন প্রোগামিংয়ে ১৮-১৯ জুন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে এবং ২০ জুন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, রাজবাড়ী জেলা থেকে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামীং প্রতিযোগীতায় অংশ গ্রহনের সুযোগ পাবে ক্র্যাচ ৩জন পাইথন (জুনিয়ার) ৩জন, পাইথন (সিনিয়র) ৩জন মোট ৯ জন শিক্ষার্থী।
জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় ক্যাম্প ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাভার শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে। প্রতি জেলা থেকে বিজয়ী স্ক্র্যাচ টিম এবং বিজয়ী পাইথন প্রতিযোগীরা জাতীয় ক্যাম্পে যোগ দিয়ে ফাইনাল প্রতিযোগিতায় অংশ নিবে। সেখান থেকে বাছাই করা হবে সেরা টিম। সমাপণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করছেন আয়োজকরা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ও ইয়াং বাংলার আয়োজনে এর আগে গত ২২ ও ২৩ মে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দু’দিনের কর্মশালায় দেশের ৬৪ জেলার ৪০০ জন শিক্ষক, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ২০০ জন ল্যাব কো-অরর্ডিনেটরসহ মোট ৬০০ জনকে প্রশিক্ষণ প্রদান হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।