স্টাফ রিপোর্টার।। র্যা ব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে ১৮পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
২ মে-১৯ বৃহস্পতিবার আনুমানিক রাত সারে ১০.টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন অষ্টপদ্দি সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ১। মোঃ রবিউল শেখ (২০), পিতাঃ মোঃ রাঙ্গা শেখ, সাং-ধর্মদী, ২। আল মামুন শিকদার (৩২), পিতাঃ বাবুল শিকদার, সাং-অষ্টপদ্দী, উভয় থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর।
জানাযায়, তারা দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।