স্টাফ রিপোর্টার।। ৩৪৮ বোতল ফেন্সিডিল ও ১টি পিকাপ গাড়িসহ চালক মোঃ মাহাবুব ফকির(১৯) কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল।
৩০শে এপ্রিল-১৯ মঙ্গলবার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারে ফরিদপুর-মাগুরা মহাসড়কের উপর বিশেষ চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যাক্তি- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নগরকান্দা পৌরসভার ৯নং ওয়ার্ডের অন্তর্গত মধ্যজগদিয়া গ্রামের মোঃ মান্নান ফকিরের ছেলে।
র্যাব সূত্রে জানাযায়, ৩০/০৪/২০১৯ ইং তারিখ সন্ধায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী চক্র একটা বড় ধরনের মাদকের চালান বিক্রয়ের জন্য ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারে নিয়ে আসবে। এ প্রেক্ষিতে ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারে ফরিদপুর-মাগুরা মহাসড়কের উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে ৩০/০৪/২০১৯ ইং তারিখ রাত ৭.টার সময় মধুখালীর দিক থেকে আসা একটা হলুদ রংয়ের টাটা পিকাপকে থামার জন্য সংকেত দিলে পিকাপের চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে পিকাপটিকে রাস্তার উপর ঘেরাও পূর্বক পিকাপের চালক মোঃ মাহাবুব ফকির(১৯) কে আটক করা হয়।
পিকাপটি তল্লাশী করে পিকাপের পেছনের বডির উপর থেকে বাশের চটার ঝুড়ির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩৪৮(তিন শত আটচল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঐ সময় আসামীর হেফাজত থেকে ১টি পিকাপ গাড়ি, মাদক ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবহৃত ২টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন ও ১১৮০/- টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল চুয়াডাঙ্গা ও যশোর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও মাগুরার মাদক ব্যবসায়ী চক্রের নিকট হতে ক্রয় করে ফরিদপুর জেলার বিভিন্ন থানার ও পাশ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রির করে থাকে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।