শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ ,৩০ এপ্রিল, ২০১৯ | আপডেট: ২:৫৭ পূর্বাহ্ণ ,১ মে, ২০১৯
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে ৩০শে এপ্রিল-১৯ মঙ্গলবার রাত আনুমানিক ৩.টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন শরীফাবাদ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ জামাল শেখ (৩৫) কে আটক করেছে।
আটককৃত আসামী- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোঃ রাজু শেখের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় যে, অভিযুক্ত মোঃ জামাল শেখ(৩৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বরইতলা এলাকার ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় উক্ত স্কুল ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত মোঃ জামাল শেখ(৩৫) ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চক্ষু ফাঁকি দিয়ে নিজেকে আত্মগোপন করে বেশ কিছু দিন পালিয়ে থাকে। এ সংক্রান্তে ভিকটিমের পরিবার বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এবং উক্ত অভিযুক্তকে গ্রেফতারের জন্য র্যাবের সহায়তা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে। আটককৃত আসামীকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।