উজ্জল চক্রবর্ত্তী।। রাজবাড়ী-কুষ্টিয়া মহা সড়কের রাজবাড়ীর শ্রীপুর হইতে আহমেদ আলী মৃধা কলেজ পর্যন্ত ফোর লেনের কাজ দ্রুত সম্পন্ন এবং কাজ চলাকালীন সময়ে পরিবেশ সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
শনিবার সকাল ১০.টা থেকে সাড়ে ১০.টা পর্যন্ত রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের শহরের বড়পুল এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মহাসিন উদ্দিন বতু, জেলা জাসদের সভাপতি আহম্মদ নিজাম মন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, সাবেক ছাত্রনেতা কাজী আব্দুর রউফ মোহন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু, গনেশ মিত্র প্রমূখ।
বক্তারা বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ীর জেলা পরিষদ-এর সামনে থেকে আহম্মেদ আলী মৃধা কলেজ পর্যন্ত ৪ কিলো মিটার ফোর লেনের কাজটি বছর ধরে ধীর গতীতে চলছে। এতে অত্র এলাকার ৮/১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীরা সর্দি,কাশি সহ বিভিন্ন ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে।এই পথে প্রতিদিন প্রায় ৫ শধাধিক ছোট-বড় যানবাহন চলাচল করে।এতে এই সড়কটি ও আশে পাশের এলাকাগুলিতে প্রতিনিয়ত ধুলিঝরের সৃষ্টি হচ্ছে,তাই অতি দ্রুত রাস্তা নির্মাণ শেষ করে গণভোগান্তির থেকে মুক্তি চায় এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।