আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রদবদল করা হলো রাজবাড়ী জেলা আওয়ামীলীগের প্রধান দু’টি পদ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ ,২২ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:৫১ অপরাহ্ণ ,২৩ এপ্রিল, ২০১৯
রদবদল করা হলো রাজবাড়ী জেলা আওয়ামীলীগের প্রধান দু’টি পদ

স্টাফ রিপোর্টার।। জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।একই সাথে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে সহ-সভাপতি পদে পদায়ন করা হয়েছে।

অনুষ্ঠিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় নাম প্রস্তাব করে পদ রদবদলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গত ২৮/০২/২০১৯ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির বরাবর প্রেরিত আবেদনের প্রেক্ষিতে- গত ৫ এপ্রিল-১৯ শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং একই সাথে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে সহ-সভাপতি পদে অনুমোদন করা হয়েছে।

উক্ত সিদ্ধান্ত অনুযায়ি, কাজী ইরাদত আলীকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং একই সাথে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীকে সহ-সভাপতি করে- রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম বরাবর বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবুবউল-আলম হানিফ.এমপি স্বাক্ষরিত একটি পত্র প্রেরন করেছেন।

সেই সাথে তিনি, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের নবগঠিত এই সাংগঠনিক কাঠামো সংগঠনে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করেন।

এ বিষয়ে, ২২শে এপ্রিল-১৯ সোমবার রাতে নব-নিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সাথে মুঠোফনে কথা হলে তিনি- পত্র প্রাপ্তির বিষয়ে সতত্যা নিশ্চিত করে ‘জনতার মেইল ডটকম’কে বলেন- গত রবিবার দুপুরে তিনি ওই পত্র হাতে পেয়েছেন। তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীতে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা হবে। রোজার আগেই জেলা কমিটির সভা আহবান করে মেয়াদ উত্তির্ণ কমিটি গুলোর নির্বাচন সম্পূর্ণ করতে পদক্ষেপ নেয়া হবে। সেই সাথে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

Comments

comments