আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:০৭ অপরাহ্ণ ,২০ এপ্রিল, ২০১৯
গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গোয়ালন্দ সংবাদদাতা।। ব্যাপক আয়্জোন আর নানান কর্মসূচির মধ্যোদিয়ে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে- ১৯শে এপ্রিল-১৯ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে সকাল সাড়ে ১০,টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠিত সভায়- উপজেলা কৃষক লীগের আহবায়ক মমিন শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল,  উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদুল ইসলাম শেখ ফরিদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জুলহাস মোল্লা সাধারণ সম্পাদক দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ, আল মাহমুদ মিশা আহবায়ক পৌর কৃষক লীগ, লিটন আলী সদস্য সচিব পৌর কৃষক লীগ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ সোহাগ মিয়া, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।

বক্তারা বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ । দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।এই ধারাবাহিকতায় আজ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে।এছাড়া আলোচনা সভা শেষে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Comments

comments