দৌলতদিয়ার ইয়াবা ব্যবসায়ী ফরিদপুরে আটক
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:৪৮ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০১৯
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:৪৮ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০১৯
স্টাফ রিপোর্টার।। পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ী দৌলতদিয়ার মোঃ বিজয় প্রামানিক (১৯) কে ১১৩ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল।এ সময় তার কাছ থেকে ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে, ১৮ এপ্রিল-১৯ বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ীর রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় মেসার্স গ্রীন কনস্ট্রাকশন নামক বন্ধ দোকানের সামনে হতে তাকে আটক করা হয়।
আটক ব্যাক্তি, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়া গ্রামের মোঃ হারুন প্রামানিকের ছেরে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দাখিল করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।