স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধ গলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দঘাট পুলিশ।
১৭ই এপ্রিল-১৯ বুধবার বিকেলে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় শমশের আলীর হোটেলের পাশে একটি পরিত্যক্ত খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে দীর্ঘ সময়ে পানিতে থাকায় নারীর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে যে কারনে তাকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।