আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালতি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ ,১৭ এপ্রিল, ২০১৯ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০১৯
গোয়ালন্দে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালতি

উজ্জল চক্রবর্তী-স্টাফ রিপোর্টার।। রাজবড়ীর গোয়ালন্দ উপজেলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে- ১৭ই এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১.টায় গোয়ালন্দ উপজেলা চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়। পরে র‌্যালিটি গোয়ালন্দ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সন্মেলন কক্ষে মিলিত হয় ও সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেনে-গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, গোয়ালন্দ থানার ওসি এজাজ শফি প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, বীর মুক্তিযোদ্ধা সামাদ মোল্লা, ছোট ভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস চৌধুরীসহ আরো অনেকে।

আলোচনা সভায় সকল বক্তা মজিবনগ রসরকার গঠনের বিশেষ তাৎপর্য তুলে ধরেন।

 মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে অবস্থিত মুজিবনগরের ১৯৭১ এর ভাষ্কার্য্য।

উল্লেখ্য, ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন।
১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার ততকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
এ অনুষ্ঠানে ষোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।এইদিন থেকে এই স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়।

Comments

comments