উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস সহ ভাইস-চেয়ারম্যানদের বরণ এবং সাবেকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ই এপ্রিল-১৯ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সংবর্ধনা অনুষ্ঠানে- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমূখ।
তৃতীয় ধাপে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও পাংশা উপজেলা পরিষদের নির্বাচন গত ২৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গত ১৫ই এপ্রিল-১৯ সোমবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম।
গতকাল মঙ্গলবার সকালে বিজয়ীরা নিজ কর্যালয়ে যোগদান করেন। যোগদানকারীরা হলো রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম পিয়াল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া বেগম।
বিদায় নিলেন, সাবেক চেয়ারম্যান এ্যাড. এমএ খালেক, ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।