উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। সড়ক দূর্ঘটনা রোধে দিনেব বেলায় বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবীতে ও রাজবাড়ী সদর হাসপাতাল রোড থেকে আনসার ক্যাম্প মোড় সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
১৫ই এপ্রিল-১৯ সোমবার সকাল ১১.টার দিকে পৌর ৫নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্দ্যোগে হাসপাতাল রোডের সারের গোডাউনের সামনের সড়কে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহতাব উদ্দীন তৌহিদ, এলাকাবাসী- চৌধুরী এহসানুল করিম হিটু, ওয়াজেদ আলী মিয়া, খন্দকার মোর্শেদুল আলম, মোঃ হাফিজুর রহমান প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।