আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ ,১৫ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:৩২ অপরাহ্ণ ,১৬ এপ্রিল, ২০১৯
রাজবাড়ীতে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীতে শিশুদের মনোবিকাশে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চিত্রাংকন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৫ই এপ্রিল-১৯ সোমবার বিকালে বাংলাদেশ শিশু একাডেমী রাজবাড়ীর আয়োজনে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। শিশু মেলায় বিভিন্ন ধরনের ৬টি স্টোল স্থান পেয়েছে।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসি) মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

রাজবাড়ী ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর ভলেন্টিয়ার সাদমান সাকিব রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় স্থান পাওয়া স্টোল গুলো পরিদর্শন করেন অতিথিরা। পড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলার।

Comments

comments