মাদারীপুর র্যাব কর্তৃক এজাহার নামীয় পলাতক আসামী আটক
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ ,১১ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১০:০৫ অপরাহ্ণ ,১৪ এপ্রিল, ২০১৯
স্টাফ রিপোর্টার।। হত্যা চেষ্টা, চাঁদাবাজী, বিষ্ফোরকসহ প্রায় অর্ধ ডজন মামলার এজাহার নামীয় পলাতক ২ আসামী কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১১ এপ্রিল-১৯ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮.টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন লক্ষীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীর হলো- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে দানেস সরদার (৪২) এবং একই জেলা-উপজেলার দাদপুর গ্রামের মৃত জালাল বেপারীর ছেলে বাবলু বেপারী (৪৭)।
স্থানীয় লোকজনের নিকট হতে জিজ্ঞাসাবাদে ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আসামীরা দীর্ঘ দিন যাবৎ দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আসছে।
পরবর্তিতে, আটককৃত আসামীদেরকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।