আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর ব্লাকমেইলের অভিযোগে জননী ডি ল্যাবের ডাক্তার আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:২৮ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০১৯
প্রবাসীর স্ত্রীর ব্লাকমেইলের অভিযোগে জননী ডি ল্যাবের ডাক্তার আটক

স্টাফ রিপোটার।। প্রেমের ফাঁদে ফেলে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সাথে অবৈধ দৈহিক মিলন পূর্বক চাঁদা দাবীর অভিযোগে জননী ডি ল্যাবের ডাঃ পার্থ কিত্তনিয়া (২৭) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১০ এপ্রিল-১৯ বুধবার বিকেল ৪.টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাটে অবস্থিত ইউএস মডেল হাসপাতালে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৈলগ্রাম গ্রামের সুবাষ কিত্তনিয়ার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায় যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন জনৈক গৃহবধু আনুমানিক ১ বছর পূর্বে তার শিশু সন্তানকে টেকেরহাটে অবস্থিত জননী ডি ল্যাবের ডাক্তার পার্থ কিত্তনিয়াকে দেখাতে গেলে কৌশলে উক্ত গৃহবধুর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে। মালয়েশিয়া প্রবাসীর ঐ স্ত্রীকে উক্ত মোবাইল ফোনে বিভিন্ন সময়ে বিরক্ত করে এবং অনলাইন যোগাযোগ মাধ্যম ইমুতে বিভিন্ন ধরণের অশ্লীল ও আপত্তিকর ছবি প্রেরণ করে। মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে উক্ত গৃহবধুর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্যায়ে উক্ত গৃহবধুকে জোর পূর্বক দৈহিক মিলনে বাধ্য করে। উক্ত প্রবাসীর স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে কয়েক দফায় প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ আনুমানিক ২/৩ মাস পূর্বে প্রায় ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করলে উক্ত ভিকটিম আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের নিকট লিখিত অভিযোগ দায়ের। উক্ত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

Comments

comments