মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামী আরিফ আটক
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ ,৮ এপ্রিল, ২০১৯ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০১৯
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ ,৮ এপ্রিল, ২০১৯ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০১৯
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৮এপ্রিল-১৯ সোমবার সন্ধ্যা সাড়ে ৬.টার দিকে শরীয়তপুর জেলার জাজির থানাধীন কাজীরহাট বাজারে অভিযান পরিচালনা করে শরীয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং-২৯, তারিখঃ ৩০-০১-২০১৯খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ টেবিলের ১০(ক)/৪১ এর এজাহার নামীয় পলাতক আসামী মোঃ আরিফ বেপারী (২৫) কে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত আসামী- শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের মোঃ হায়দার বেপারীর ছেলে। আটককৃত আসামীকে শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়।