রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ ,২৬ মার্চ, ২০১৯ | আপডেট: ৯:৩১ অপরাহ্ণ ,২৭ মার্চ, ২০১৯
স্টাফ রিপোর্টার।। ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৬শে মার্চ-১৯ মঙ্গলবার ভোরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পক্ষ থেকে সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর ও মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পনের মধ্যো দিয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করে।
শ্রদ্ধানিবেদন শেষে সকাল ৮.টায় রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়।
এতে পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার-গার্লস গাইড ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সম্মিলিত মার্চপাস্ট, কুচকাওয়াজ ও শারীরিক কসরত ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এরআগে, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান মুহাম্মদ আলী চৌধুরীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।