উজ্জল চক্রবর্ত্তী।। রাজবাড়ী পৌরসভার আওতাধীন ৫০০ জন মহিলা কর্মজীবি পাবেন ল্যাকটেটিং মাদার সহায়তা।
২১শে মার্চ-১৯ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদার সহায়তা তহবিল কর্মসূচীর জেলা কমিটির ভাতাভোগী চুরান্ত নির্বাচন সভায় এ তথ্য জানানো হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, পৌরসভার প্যানেল মেয়ের নির্মল কৃষ্ন চক্রবর্তী, এনজিও সংগঠন রাস এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমূখ।
সভায় জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে আগামী ৩ বছরের জন্য ৫০০ জন মহিলাকে ৮০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। যাচাই-বাছাই শেষে এ ৫০০ জনকে চুরান্ত করা হয়েছে। এছাড়াও জেলা উপজেলায় পর্যায়েও এ সুবিধা দেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।