স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২১ মার্চ-১৯ বৃহস্পতিবার দুপুর সারে ১২.টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন খাসেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী খলিলুর রহমান সরদার (৭০) কে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত আসামী- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বজরুসার গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে।
আটককৃত আসামীর বিরুদ্ধে কালকিনি থানার মামলা নং-০৭, তাং-০৭-১০-২০১৮, ধারা-১৪৩/৪৪৭/১১৪/৩২৩/৩২৪/৩০৭/৩২৫/৩৫৪/৩৭৯/৫০৬ দঃ বিঃ চলমান রয়েছে। তার বিরুদ্ধে উক্ত মামলায় একটি গ্রেফতারি পরওয়ানা (জিআর-৩১৩/১৮) রয়েছে।
আটককৃত আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।