উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা যৌনকর্মীর ৩ কন্যা শিশুকে পুনর্বাসনের দায়িত্ব নিলো জাতীয় মহিলা আইনজীবী সমিতি। গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফীর মাধ্যমে বুধবার দুপুরে সংস্থার কর্মকর্তাদের হাতে তাদের তুলে দেয়া হয়।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির লিগ্যাল কোয়ার্ডিনেটর এ্যাড. জান্নাতুল ফেরদৌস জানান, বিশ্বের বিভিন্ন দেশে নারী শিশু পাচার রোধ, বিভিন্ন যৌনপল্লী থেকে নারী শিশুদের উদ্ধার ও আইনগত সহায়তা, শিক্ষা, জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে চাকরীর মাধ্যমে পুনর্বাসন করে আসছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এরই ধারাবাহিকতায় দৌলতদিয়া যৌনপল্লীর বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়নরত কন্যা শিশুদের ঝুকিপূর্ণ পরিবেশ থেকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহন করা হয়। লাবনী আক্তার, মনজিলা আক্তার ও শিল্পী আক্তার নামের তিন শিশু ও তাদের অভিভাবকরা সংস্থার সাথে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত গ্রহন করে।
তিনি আরো জানান, এ শিশুরা যৌনপল্লীতে বসবাস করলে তারা যৌন নির্যাতনের শিকার হতে পারে। তাই এ তিন শিশুকে সামাজিক পুনর্বাসনের জন্য নিজস্ব সেভ হোমে রেখে কাউন্সিলিং ও যথাযথ একাডেমীতে শিক্ষা সমাপ্ত করে কর্মজীবন নিশ্চিত করা হবে।
পুনর্বাসিত হওয়া শিশু তানজিলা আক্তার জানায়, সে স্থানীয় দৌলতদিয়া মডেল হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। পড়াশুনা চালিয়ে গেলেও কতক্ষন চলবে তা নিয়ে সে সব সময় শঙ্কায় থাকত। এছাড়া মায়ের অন্ধকার পেশাও তার মেনে নিতে কষ্ট হয়। কিন্তু তার কিছুই করার নেই। সে সেভ হোমে থেকে পড়াশুনা করে মানুষের মত মানুষ হয়ে মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই হবে তার প্রধান লক্ষ্য। এ রকম একটি জায়গায় যেতে পেরে সে অনেক আনন্দিত।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, আইনগত কিছু জটিলতা থাকলেও ভালো উদ্যোগের কথা বিবেচনা করে সংস্থার কাছে হস্তান্তর পক্রিয়া সহজ করে দিয়েছি। যৌনপল্লীর শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ আরো বেশী বেশী হওয়া প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।