রাজবাড়ীর খানখানাপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ ,১৮ মার্চ, ২০১৯ | আপডেট: ৯:০৫ অপরাহ্ণ ,১৯ মার্চ, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জঙ্গি, সন্ত্রাস ও মাদক দমন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ১৮ মার্চ-১৯ সোমবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
খানখানাপুর ইউপি কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হাজী আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ও খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ শহিদুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম (লাল) প্রমুখ। এ সভায় স্থানীয় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে- সমাজ থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদক দমনে দিকনির্দেশনা ও সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন।