আন্তঃজেলা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর পুলিশ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ ,১৮ মার্চ, ২০১৯ | আপডেট: ১১:১৭ অপরাহ্ণ ,১৮ মার্চ, ২০১৯
রাজবাড়ী প্রতিনিধি।। জেলা রাজবাড়ীর গোয়েন্দা শাখার অফিসাররা পুলিশ সদস্যদের সহায়তায় রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে চুরি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি মাইক্রোবাস, ২টি তালা কাটার হাইড্রোলিক কার্টার এবং বিভিন্ন কম্পানির ২৫টি ব্যাটারি উদ্ধার করেন। সেই সাথে আন্তঃজেলা অটোরিকশার ব্যাটারি চোরচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের বাবু মিয়ার ছেলে রুবেল (২৮) ও একই গ্রামের হান্নান ভুইয়ার ছেলে মোঃ মহসীন (৩২), রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের আবুল শেখের ছেলে মোহেদী শেখ (২০), রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর গ্রামের জব্বার সরদারের ছেলে ফারুক সরদার (২৫), জেলার বরাট ইউনিয়নের চরকাঁচরন্দ গ্রামের লুৎফর রহমান চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী (৪৮) এবং একই উপজেলার চর বরাট গ্রামের হায়াত আলী মোল্লার ছেলে হযরত আলী (২৮), পাবনার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত খলিল শেখের ছেলে রাজু শেখ (২৫), ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোড়াখালী গ্রামের জহুর কাজীর ছেলে আখের আলী (২৪) ও একই গ্রামের দবির মোল্লার ছেলে সুজন মিয়া (২১), গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার বল নারায়নপুর গ্রামের মোঃ আশরাফ কাজীর ছেলে মিজান কাজী (২৭)।
দূর্সাহসিক এ গ্রেপ্তার বিষয়ে ১৭ই মার্চ-১৯ রবিবার রাতে রাজবাড়ী থানায় সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।সে সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বর্তন কর্মকর্তারা।
পুলিশ সুপার বলেন, একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর বেশ কিছু দিন ধরে রাতের আঁধারে রাজবাড়ীর বিভিন্ন দোকানের তালা কেটে অটোরিকশার ব্যাটারি চুরি করে আসছে। গত ৬ মার্চ রাতে শহরের পাবলিক হেলথ মোড়ে অবস্থিত “নিউ তাজ মটরর্স”-এর তালা কেটে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৩৭টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গত ১৬ মার্চ রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনিরুল মিয়া, সঙ্গীয় এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই নাজমুল আলমসহ জেলা গোয়েন্দা শাখার অফিসাররা পুলিশ সদস্যদের সহায়তায় রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে চুরি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি মাইক্রোবাস, ২টি তালা কাটার হাইড্রোলিক কার্টার এবং বিভিন্ন কম্পানির ২৫টি ব্যাটারি উদ্ধার করেন।