আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর র‌্যাব কর্তৃক ১ ভূয়া ডাক্তারকে আটক ও ৩ মাসের জেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ ,১২ মার্চ, ২০১৯ | আপডেট: ১০:৪৫ অপরাহ্ণ ,১৪ মার্চ, ২০১৯
মাদারীপুর র‌্যাব কর্তৃক ১ ভূয়া ডাক্তারকে আটক ও ৩ মাসের জেল

স্টাফ রিপোর্টার।। প্রকৃত ডাক্তার না হয়েও নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করার সময় দি গ্রুপ এক্স-রে এন্ড প্যাথলিজি ল্যাব হতে সন্তোষ কুমার দাশ (৪০) নামের ভুয়া ডাক্তারকেত আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

উক্ত ভূয়া ডাক্তার চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার ডিগ্রীধারী না হয়েও প্রতারনা মূলকভাবে নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। কতিপয় ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ১২ মার্চ-১৯ মঙ্গলবার সন্ধ্যা ৬.টার দিকে ‌র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে একটি অভিযানিক দল মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় দি গ্রুপ এক্স-রে এন্ড প্যাথলিজি ল্যাবে অভিযান পরিচালনা করে ওই ভুয়া ডাক্তারকে আটক করে।

আটককৃত ভূয়া ডাক্তার হচ্ছে- মাগুরা জেলার সদর উপজেলার বড় শলই গ্রামের মৃত অজিত কুমার দাশের ছেলে।এবং তার বর্তমান ঠিকানাঃ সাং-পূর্ব হাসেমদিয়া, থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুর।

পরবর্তিতে- মাদারীপুর রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরিন ভ্রাম্যমান আদালতের মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারা মোতাবেক ভূয়া ডাক্তার সন্তোষ কুমার দাশকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এ সময় মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা উপস্থিত ছিলেন।

Comments

comments